Bangla News: রোগীর আত্মীয়দের কান ধরে ওঠবোস করালেন হাসপাতালের BMOH, কিন্তু কেন?

Bangla Digital Desk | News18 Bangla | 01:10:34 AM IST Dec 06, 2021

রোগীর আত্মীয়দের কান ধরে ওঠবোসের নির্দেশ। নির্দেশ দিলেন হাসপাতালের BMOH। আবার নিজেই ভিডিও বানানোরও নির্দেশও দিলেন। দক্ষিণ ২৪ পরগনার ঘটনা। সেই ভিডিও বানানোর পর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার নির্দেশও দিতে দেখা যায় তাঁকে। একে একে রোগীর আত্মীয়দের ডেকে কান ধরে ওঠবোসের নির্দেশ দিচ্ছিলেন সেই মহিলা। আর রোগীর আত্মীয়রা তাঁর নির্দেশ পালন করছিলেন। এই ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

লেটেস্ট ভিডিও