রুপোর দাম কেজি প্রতি এক লক্ষ টাকা ছাড়িয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন মগরাহাটের ছোট ও মাঝারি রুপোর কারিগর ও ব্যবসায়ীরা। কারণ সামনে পুজো। কিন্তু শারদোৎসবের তিন মাস আগেও সেভাবে মিলছে না অর্ডার। মহাজনদের কাছে রুপোর তৈরি সামগ্রী পৌঁছে দেওয়া হলেও, সেগুলি বিক্রি হচ্ছে না। ফলে সেই অর্ডারের টাকাও তাঁরা পাচ্ছেন না। সব মিলিয়ে তীব্র উৎকণ্ঠায় রয়েছে দু’শোর পরিবার। বেশি মাসখানেক আগেই কেজি প্রতি এক লক্ষ টাকার উপরে দাম চড়েছে রুপোর।
Last Updated: Aug 12, 2025, 21:04 IST


