Sealdah Ranaghat AC Local: রবিবার উদ্বোধন, সোমবার থেকে যাত্রী পরিষেবায় এসি লোকাল! কেমন সেই ট্রেন, দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
রবিবার উদ্বোধন হচ্ছে রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেনের৷ সোমবার থেকে যাত্রী পরিষেবা দেবে এই ট্রেন৷ এসি লোকালের ন্যূনতম ভাড়া হচ্ছে ৩৫ টাকা৷ সর্বোচ্চ ভাড়া হবে ১২০ টাকা৷ এই ট্রেনের জন্য মাসিক, সাপ্তাহিক এমন কি, ১৫ দিনের টিকিটের ব্যবস্থাও থাকছে৷ মহিলাদের জন্যও থাকছে আলাদা দুটি কামরা৷ ট্রেনের ভিতরে নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরাও৷ ১২ কোচের এই ট্রেনে ১১০০-র বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন৷ শুধু এ রাজ্য নয়, এটি পূর্ব ভারতেরও প্রথম এসি লোকাল ট্রেন হতে চলেছে৷ 
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Sealdah Ranaghat AC Local: রবিবার উদ্বোধন, সোমবার থেকে যাত্রী পরিষেবায় এসি লোকাল! কেমন সেই ট্রেন, দেখুন ভিডিও
advertisement
advertisement