এক নিমেষে ১২ ফুটের রথ হয়ে গেল ২৪ ফুট। ম্যাজিক নাকি? আবার এই রথ রয়েছে বাঁকুড়াতেই! আপনি জানেন কি? বাঁকুড়ায় এই রথ ইচ্ছে করলেই ছোট বড় করে নেওয়া যায়। এই রথ বানিয়েছেন পুরি থেকে আগত রথ নির্মাতারা। অবাক লাগলেও সত্যি! এই রথে লাগান রয়েছে হাইড্রোলিক্স, যার সাহায্যে খুব সহজেই ছোট বড় করে নেওয়া যায় রথের মাথা।
Last Updated: June 30, 2025, 18:48 IST