বেঙ্গালুরু থেকে ফেরার পথে ট্রেনেই মৃত্যু রেলযাত্রীর, গাফিলতির অভিযোগ রেলের বিরুদ্ধে

Bangla Editor | News18 Bangla | 09:48:01 PM IST Nov 16, 2019

খড়গপুর স্টেশনে যাত্রী মৃত্যু৷ রেলের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ৷ মৃত চাকদহের বাসিন্দা সুনীল সরকার৷ বেঙ্গালুরু থেকে চিকিৎসা করিয়ে ফিরছিলেন৷ সত্যসাই এক্সপ্রেসে ফিরছিলেন তিনি৷ ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুনীল সরকার৷ অসুস্থ অবস্থায় খড়গপুর স্টেশনে নামানো হয়৷ হাসপাতালে ভরতি নিয়ে টালবাহানার অভিযোগ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু৷

লেটেস্ট ভিডিও