corona virus btn
corona virus btn
Loading

পুরুলিয়ার জয়পুরে বোর্ড গঠনে রক্তপাত, মৃত ১

Dolon Chattopadhyay | News18 Bangla | 08:31:14 PM IST Aug 27, 2018

পুরুলিয়ার জয়পুরে বোর্ড গঠনে রক্তপাত, মৃত্যু। পুলিশের গুলিতে দুই দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ তুলেছে বিজেপি। রঘুনাথপুরে বোর্ড গঠনেও তুমুল বোমাবাজি হয়। মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছে। উর্ধ্বশ্বাসে দৌড়। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই পুরুলিয়ার জয়পুরে ধুন্ধুমার। চলে গুলি।অশান্তির আশঙ্কায় জয়পুরের ঘাগরা পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আগেভাগেই ১৪৪ ধারা জারি হয়। তবুও এড়ানো গেল না অশান্তি। পঞ্চায়েতের বোর্ড তৈরির আগে পুলিশের সঙ্গে একপ্রস্থ খণ্ডযুদ্ধ হয় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ পুলিশের গুলিতেই মারা যান তাঁদের কর্মী নিরঞ্জন গোপ ও দামোদর মণ্ডল। আরও একজন গুলিবিদ্ধ হন। গণ্ডগোল থামাতে গিয়ে এক পুলিশকর্মী ও এক ইএফআর জওয়ান আহত হন।

লেটেস্ট ভিডিও