পিএফের টাকা পেতে আর দুর্গাপুর ছুটতে হবে না বর্ধমানের শ্রমিকদের। এবার ঘরের পাশেই মিলবে পরিষেবা। বর্ধমানের আলমগঞ্জে পিএফ হাট খুলল প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। কাগজপত্র ঠিক না থাকায় অবসরের পর অনেক শ্রমিককেই হয়রানির শিকার হতে হয়। দালালের খপ্পড়ে সর্বসান্তও হতে হয়। নয়া পরিষেবায় খুশি শ্রমিকরা।
Last Updated: Jan 13, 2019, 15:10 IST


