পাচারের আগে নদিয়া থেকে আফ্রিকার বিরল বন বিড়াল উদ্ধার করল বিএসএফ। নদিয়ার তেহট্টের ভাটুপাড়ার ঘটনা। জানা যায়, কাঠের বাক্স করে বন বিড়াল পাচার করার চেষ্টা হচ্ছিল। চেকিংয়ের সময় বন বিড়াল আতক করে বিএসএফ। কৃষ্ণনগর বন দফতরের হাতে বিড়ালটিকে তুলে দেওয়া হয়েছে
Last Updated: Dec 26, 2024, 18:00 IST


