ঝাড়গ্রামের জিতুশোল এলাকার জিনকির জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ছাপ বাঘেরই। তবে বনদফতর এখনই রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতি নিশ্চিত করছে না। বরং সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।
Last Updated: Jul 10, 2025, 20:10 IST


