গঙ্গার বাঁধ পেরিয়ে গঙ্গার জল গ্রামের মধ্যে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা বাসিন্দাদের মধ্যে। মুর্শিদাবাদের একাধিক এলাকা এখনও জলমগ্ন। লাগাতার বর্ষণের কারন বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েত ও নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গায় ব্রহ্মানি নদীর জল প্রবেশ করায় প্রায় এলাকায় জলমগ্ন। অন্যদিকে কান্দি ব্লকের হিজল এলাকা দারোকা নদীর জল থাকার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে আছে।
Last Updated: Aug 14, 2025, 12:20 IST


