Sisir Adhikari: বিজেপির হয়ে প্রচারে নেমেই বিক্ষোভের মুখে শিশির অধিকারী

Bangla Editor | News18 Bangla | 08:49:03 AM IST Mar 23, 2021

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভা। সেখানেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন শিশির অধিকারী। সভাস্থল এগরা পটাশপুর। সূত্রের খবর এদিন শিশির অধিকারী সভাস্থলে পৌঁছতেই তৃণমূল সমর্থকরা সেখানে ভি়ড় করে স্লোগান তুলতে থাকে। স্লোগান উঠতে থাকে শিশিরবাবু চিটিংবাজ, মীরজাফর। পরিস্থিতি একটা সময়ের পর কার্যত হাতের বাইরে বেরিয়ে যায়। খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি তৃণমূলের মধ্যে। সূত্রের খবর, ঘটনায় ক্ষুব্ধ শিশির অধিকারী নিজে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান।

লেটেস্ট ভিডিও