রাফালে, মিগ-২১ থেকে একাধিক যুদ্ধবিমান। সারি দিয়ে সাজান এই যুদ্ধ বিমানগুলো। রয়েছে কামান, বন্দুক সহ যুদ্ধের নানা সরঞ্জাম। দেখে মনে হতে পারে শত্রু পক্ষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি। এটা কোনও এয়ার বেসের ছবি নয়, এগুলি সব এক ব্যক্তির প্রতিভা। দেখে আসল মনে হলেও প্রত্যেকটি ড্যামি। নিখুঁতভাবে কাঠ দিয়ে বানান বিভিন্ন যুদ্ধবিমান, কামান, বন্দুকের ডেমো।