বর্ষার আগেই গাছ থেকে নামানো হয়েছে বিভিন্ন প্রজাতির আম। ইতি মধ্যেই যা চলে গিয়েছে কলকাতা সহ বিভিন্ন রাজ্যে। ফলে মুর্শিদাবাদ জেলার আমের জোগান কম থাকার কারণে বহরমপুরে আমের বিক্রি নেই। ফলে আগামিদিনে ভরসা ভীন রাজ্যের আমের উপর। আর সেই কারণেই বিক্রেতাদের দাবি, আমের ভাল বিক্রি নেই মুর্শিদাবাদে।
Last Updated: Jun 09, 2024, 16:25 IST


