বিয়ে বাড়ি যাচ্ছেন? এই নিয়ম না জেনে গেলে হতে পারে দু'বছরের জেল,লাখ টাকা জরিমানা!

Last Updated : দক্ষিণবঙ্গ
“বাল্যবিবাহ” একটি সামাজিক ব্যাধি। এতে শারীরিক-মানসিক এবং সমাজের ক্ষতি। একটি বাল্য বিবাহতে জড়িত সকলেই অপরাধী। রাঁধুনি থেকে শুরু করে পুরোহিত কিংবা বিবাহ উপস্থিত ব্যক্তিরা। জানালেন বাল্যবিবাহ রোধের সঙ্গে যুক্ত ব্রততী দত্ত। হতে পারে দু বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা। “মেয়েদের জেল হয় না, তবে জরিমানা হয়।” বললেন তিনি। বাঁকুড়ার বিভিন্ন প্রান্তিক এলাকা গুলিতে এই সমস্যা আজও বিদ্যমান। বিশেষ করে মেয়েদের বিদ্যালয়ে গুলি অর্থাৎ গার্লস স্কুলগুলিতে, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা গুলিতেও সেটি করা হয়। “কোথাকার জল কোথায় গড়াতে পারে” সেই সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই বহু মানুষের।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
বিয়ে বাড়ি যাচ্ছেন? এই নিয়ম না জেনে গেলে হতে পারে দু'বছরের জেল,লাখ টাকা জরিমানা!
advertisement
advertisement