Khagragarh Fake Currency: খাগড়াগড়ের ভাড়াবাড়িতে ৫০০ টাকার জালনোট, জাল ডলার ছাপার কারবার, গ্রেফতার ৩

Bangla Digital Desk | News18 Bangla | 11:02:17 PM IST May 20, 2022

বাড়িতে থাকত তিন মহিলা। তার মধ্যে দু'জন শারীরিকভাবে চলাফেরায় অক্ষম। আর এক মহিলা থাকত শিশুকে নিয়ে। এক তলার সেই বাড়িতেই যে জাল নোট ছাপার কাজ চলছিল মাসের পর মাস ধরে তা কল্পনাতেও আনতে পারেননি খাগড়াগড়ের বাসিন্দারা। বাড়িতে দুই অসুস্থ মহিলা থাকায় পরিবারের সবাইকে সহানুভূতির চোখেই দেখত প্রতিবেশীরা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চলছিল জাল নোট ছাপার কারবার।বর্ধমানের খাগড়াগড়ের মাঠপাড়ায় জাল নোট ছাপার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম গোপাল সিং, দীপঙ্কর চক্রবর্তী ও বিপুল সরকার। শুধু ৫০০ টাকার জাল নোট ছাপাই নয়, তারা নকল ডলার ছাপার কাজেও যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি জাল ৫০০ টাকার নোট ও ডলার ছাপার ডাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ছাড়াও ২৪টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে জাল নোট ছাপার কাগজ, মেশিন, রাসায়নিক।

লেটেস্ট ভিডিও