আজ, শুক্রবার কৌশিকী অমাবস্যা। তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব। পুজো দিতে তারাপীঠে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়। ফুল-আলোয় সেজেছে মন্দির চত্বর। ভোরে মা তারাকে স্নান করানো হয়। মঙ্গলারতির পর খুলে দেওয়া হয় গর্ভগৃহ। সকাল ১১.৫৫ মিনিট থেকে অমাবস্যা তিথি। সন্ধ্যায় রাজবেশে দেবীর আরাধনা। বড় স্ক্রিনেও পুজো-আরতি দেখার ব্যবস্থা। পুণ্যার্থীদের ভিড়ে তারাপীঠে পুলিশি নজরদারি চলছে। ১০টি ওয়াচ টাওয়ারে নজরদারি জনবহুল মোড়ে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২,৭০০ পুলিশ কর্মী। ড্রোন ক্যামেরাতেও নজরদারি পুলিশের। পুণ্য়ার্থীদের জন্য ২১টি পুলিশ সহায়তা ক্যাম্পের ব্যবস্থা রয়েছে ।
Last Updated: August 22, 2025, 09:07 IST