আজ, সোমবার কাটোয়ার কার্তিক লড়াই। রবিবার থেকেই শহর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন থিম প্যান্ডেলে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। শহরের ছোট-বড় বিভিন্ন ক্লাব নিজের মতো করে দর্শনার্থীদের জন্য নানা থিম, প্যান্ডেল তুলে ধরেছে। তবে কাটোয়ার ঝংকার ক্লাবকে ঘিরে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। ঝংকার ক্লাব কী করবে সেটার জন্য রীতিমতো অপেক্ষায় থাকেন বহু মানুষ। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ প্যান্ডেল নিয়ে হাজির হয়েছে এই ক্লাব। এই বছর তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সবচেয়ে বড় কাঠের স্থাপনা ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’। পুরো নির্মাণটি শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি হয়েছে, যা প্রাচীন থাই কাঠকারিগরির ঐতিহ্যকে সম্মান জানায়। এর প্রতিটি খোদাইয়ে ফুটে ওঠে হিন্দু ও বৌদ্ধ দর্শনের সুন্দর মেলবন্ধন। স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে গড়ে উঠেছে ঝংকার ক্লাবের থিম মণ্ডপ। ফলে এবার আর থাইল্যান্ডে উড়ে যাওয়ার দরকার নেই, কাটোয়া শহরেই দেখা যাবে এই বিস্ময়কর সৌন্দর্য!
Last Updated: November 17, 2025, 20:15 IST