Kali Puja 2021 at Tarapith: তারা অঙ্গে কালীর আরাধনা তারাপীঠে, মহাভোগে কী কী থাকছে? দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 06:33:34 PM IST Nov 04, 2021

তারাপীঠে মা তারাকেই পুজো করা হয় কালীরূপে (Kali Puja 2021 at Tarapith)। সব দেবীর ঊর্দ্ধে মা তারা, এই বিশ্বাসে তারাপীঠে কোনও মূর্তি পুজোর চল নেই। মা তারাকে সামনে রেখেই সমস্ত পুজো করা হয় তারাপীঠে। দীর্ঘদিন থেকে এই প্রথা চলে আসছে (Kali Puja 2021 at Tarapith)। তারাকে শ্যামারূপে পুজো করা হয়। একদিকে চণ্ডীপাঠ আর অন্যদিকে চলে পুজো। পুজো শেষে মায়ের আরতির পাশাপাশি দ্বিতীয়বার ভোগ নিবেদন করা হয়। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস,মদ, পোড়া শোল মাছ, পাঁচ রকম ভাজা ,মিষ্টি, পায়েস দেওয়া হয়।

লেটেস্ট ভিডিও