শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল হুগলির পোলবা-দাদপুর ব্লকে। ধান পাট তিল এবং সব্জি ক্ষেত উজার হয়ে যায় শিলাবৃষ্টিতে। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরি, নতুন ভেরি, ডুবির ভেরি, হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর, মথুরপুর মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে।
Last Updated: Apr 29, 2025, 17:43 IST


