Hilsa Festival: স্কুলে আয়োজিত হল ইলিশ উৎসব। সেই ইলিশ উৎসবে কব্জি ডুবিয়ে খেল স্কুলের কচিকাঁচারা। ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই ইলিশ উৎসব আয়োজিত হওয়ায় খুশি খুদেরা। ঠিক কী কী ছিল মেনুতে? ছিল গরম ভাতের সঙ্গে আলু ভাত ও ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা ও ইলিশ মাছ ভাপা ও রসগোল্লা। এত কিছুর আয়োজনের পিছনে আরও একটি কারণ ছিল। সেটি হল শিক্ষার্থীদের জন্মদিন পালন।
Last Updated: Sep 06, 2024, 23:55 IST


