Weather Forecast: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল রবিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া; পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি, সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকবে এবং পরিষ্কার আকাশ। বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে।
Last Updated: November 01, 2025, 21:13 IST