Purba Bardhaman: ভারী বৃষ্টি ও ডিভিসির জলে প্লাবিত পূর্বস্থলী। পূর্বস্থলীর দোগাছিয়ায় পারাপারের একমাত্র ভরসা নৌকা। মাথাপিছু ভাড়া কুড়ি টাকায় বিপাকে যাত্রীরা। পঞ্চায়েত কোনও ব্যবস্থা নেয়নি অভিযোগ। আজ থেকেই পারাপারে বিনামূল্যে দু’টি নৌকা। বিনামূল্যে পারাপারের দাবি পঞ্চায়েত প্রধানের।
Last Updated: Aug 08, 2024, 20:49 IST


