Miyazaki mango: ফলের রাজা আম। আর আমের রাজা নাকি মিয়াজাকি। এবার এই জাপানি আম ফলছে পিংলায়। রোজগারের পথ দেখাচ্ছেন মিলন কুমার ওঝা। তাঁর বাগানে প্রায় বারো রকমের আমগাছ। কোনওটা বছরে একবার আম হয়। কোনওটায় তিনবার।