প্রাথমিক স্কুলে নির্বাচন! ৫ সদস্যের ‘মন্ত্রিসভা’য় প্রার্থী ২০, লাইনে দাঁড়িয়ে ভোট দিল ছোটরা

Bangla Editor | News18 Bangla | 10:23:44 PM IST Jan 11, 2019

সাবালক হওয়ার আগেই গণতন্ত্রের পাঠ। ভোটদানে ছোটদের সড়গড় করতে উদ্যোগী স্কুল। বড়দের মতোই লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিল তারা। উপলক্ষ স্কুল সংসদের নির্বাচন। মন্ত্রিসভার পাঁচটি পদে লড়াইয়ে নামল কুড়ি জন। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেল ছোটদের ভোট।

লেটেস্ট ভিডিও