AC Local Train : Sealdah-Ranaghat রুটে চালু হল পূর্ব ভারতের প্রথম এসি লোকাল, থাকছে কী কী চমক?

Last Updated : দক্ষিণবঙ্গ
পূর্ব ভারতের পূর্ব রেলে প্রথম এসি লোকাল। Sealdah-Ranaghat রুটে চালু হল এসি লোকাল। রানাঘাট থেকে ছাড়ল ট্রেন। আজ থেকে এই রুটে নিয়মিত চলবে এসি লোকাল। ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ১২০ টাকা। প্রতি কোচে গড়ে ৯৬ জন যাত্রীর বসার ব্যবস্থা। ট্রেনের সামনে ও পিছনের কোচ মহিলাদের জন্য সংরক্ষিত। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য ৬টি করে ১২টি আসন থাকবে দুটি কোচে। কামরার দু'পাশেই থাকছে অটোমেটিক সিস্টেমের দরজা। নিরাপত্তার জন্য প্রতি কোচে থাকছে সিসি ক্যামেরা।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
AC Local Train : Sealdah-Ranaghat রুটে চালু হল পূর্ব ভারতের প্রথম এসি লোকাল, থাকছে কী কী চমক?
advertisement
advertisement