১০০ বছরে পা দিল হাওড়ার শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির পুজো! এতটা দীর্ঘ সময় ধরে সুষ্ঠুভাবে পুজো করে আসছে পুজোর উদ্যোক্তারা, এটা কিন্তু মুখের কথা নয়। সেই ঐক্যের বিষয়টি ফুটিয়ে তুলতেই শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির ১০০ বছরের মণ্ডপ তৈরি হচ্ছে লোহা দিয়ে। লোহা পুজো উদ্যোক্তাদের মজবুত সম্পর্কের ইঙ্গিতবাহী
Last Updated: Sep 14, 2025, 18:06 IST


