ঋতু বদলায়। তবে এখানে সারা বছরই হেমন্তকাল। শারদীয়া সুরে হেমন্তের গুনগুন। আসলে বাংলা গানে যাঁর গলা ঝড়ের ঠিকানা দেখিয়েছিল, সেই হেমন্ত মুখোপাধ্যায়কে এই গ্রাম পেয়েছে ঘরের ছেলে হিসেবেই। দক্ষিণ চব্বিশ পরগনার বহড়ু। এই বছর হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ। তাই গ্রামের পুজো মণ্ডপের মাইকে ষষ্ঠী থেকে দশমী শুধু তিনিই তিনি।