Digha - Viral Video: জোয়ারের সময় নিউ দিঘা দিক থেকে ওল্ড দিঘার বিশ্ববাংলা ঘাটের ভেসে এল এই প্রাণী। তৎক্ষণাতই বিশ্ববাংলা ঘাটে থাকা পর্যটকেরা সমুদ্র সৈকত ছেড়ে পালায়। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্র সৈকত রাজ্যে তথা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চলতি পর্যটন মরশুমে দিঘা সমুদ্র সৈকতের প্রতিদিনই পর্যটকের ভিড়। কিন্তু এদিন দিঘায় পর্যটক এরা সমুদ্র স্নানের সময়ে হঠাৎ এই প্রাণী ভেসে আসায় দ্রুতই সমুদ্র সৈকত ছাড়ে।
Last Updated: March 02, 2025, 00:01 IST