১২ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের বিজি গ্রামে প্রাণ যায় দুটি পূর্ণবয়স্ক পুরুষ হাতির। আলুখেতের উপর ঝুলে থাকা হাইটেনশন তারের ছোঁয়ায় লুটিয়ে পড়ে তারা। বেশ কিছুক্ষণ চিৎকার করলেও, এক সময়, সব শেষ। মৃত হাতিদের আত্মার শান্তির উদ্দেশ্যো মেদিনীপুরের বিজি গ্রামে হাতির শ্রাদ্ধ করলেন স্থানীয়রা।
Last Updated: Jan 22, 2019, 15:22 IST


