এখনই বাড়ছে না বাসভাড়া, জোর দেওয়া হবে ই-বাসে! জানালেন ফিরহাদ হাকিম

Bangla Digital Desk | News18 Bangla | 11:50:28 PM IST May 11, 2021

 একে তো লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। তার উপর করোনা পরিস্থিতিতে বাসে ভিড় কম। এমন অবস্থায় বাসমালিকদের নাজেহাল অবস্থা। বহুদিন ধরেই বাসমালিকরা ভাড়া বাড়ানোর দাবি করছেন। তবে এখনই বাসভাড়া বাড়ছে না বলে জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। দায়িত্ব নিয়েই পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আপাতত ই-বাস বাড়ানোর ক্ষেত্রেই জোর দেওয়া হবে। ১৫ বছরের পুরনো বাসের মালিকদের ই-বাস নেওয়ার জন্য বলবে সরকার। সেক্ষেত্রে আর্থিক সাহায্য করবে সরকার। তা ছাড়া অটোর নতুন রুট হবে বলেও জানিয়েছেন তিনি।

লেটেস্ট ভিডিও