শ্যামনগরের আঁচ কাঁকিনাড়ায়। পড়ল বোমা। মাথা ফাটল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর সামনেই পুলিশকে মারধর করা হল। ধস্তাধস্তি সিপির সঙ্গেও। রাস্তায় পড়ে যান পুলিশ কমিশনার। পরিস্থিতি সামলাতে সিপিকেও শূন্যে গুলি চালাতে হয়।
Last Updated: Sep 02, 2019, 15:16 IST


