ফের রণক্ষেত্র কাঁকিনাড়া, মাথা ফাটল অর্জুন সিংয়ের, সিপির সঙ্গেও ধস্তাধস্তি

Bangla Editor | News18 Bangla | 03:16:46 PM IST Sep 02, 2019

শ্যামনগরের আঁচ কাঁকিনাড়ায়। পড়ল বোমা। মাথা ফাটল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর সামনেই পুলিশকে মারধর করা হল। ধস্তাধস্তি সিপির সঙ্গেও। রাস্তায় পড়ে যান পুলিশ কমিশনার। পরিস্থিতি সামলাতে সিপিকেও শূন্যে গুলি চালাতে হয়।

লেটেস্ট ভিডিও