আমফানের তাণ্ডবে পানচাষে বিপুল ক্ষতি, সরকারি সাহায্যের আশায় পানচাষিরা

Bangla Editor | News18 Bangla | 07:48:42 PM IST May 28, 2020

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কয়েক হাজার পানের বরজ। শুধু দেগঙ্গায নয় দক্ষিণ ২৪ পরগনার বহু জায়গায় নষ্ট হয়ে গেছে চাষ | ধারদেনা করে বরজ তৈরি করেছিলেন চাষিরা। ঝড়ের দাপটে সেই বরজ মাটিতে মিশে গিয়েছে। মাথায় হাত পানচাষিদের। লকডাউনের ধাক্কায় এমনিতেই বিক্রিবাটা কম হচ্ছিল। মরার উপর খাড়ার ঘা আমফান। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে পানচাষের। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পানের খ্যাতি রয়েছে রাজ্যজুড়ে। দেগঙ্গার পাইকারি পানের হাটে বিভিন্ন জেলা থেকে পান কিনতে আসেন ব্যবসায়ীরা। পান চাষ করে এই অঞ্চলের বহু মানুষের সংসার চলে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পানের বরজ তৈরি করেন চাষিরা। ঘূর্ণিঝড়ে সেই পানের বরজ মাটিতে মিশে গিয়েছে।

লেটেস্ট ভিডিও