Behala Arrest: বেহালা-কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত! কোথা থেকে, কীভাবে ধরা পড়ল?

Bangla Digital Desk | News18 Bangla | 04:47:44 PM IST Apr 17, 2022

#হাওড়া : অবশেষে বেহালার গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পাঁচদিনের মাথায় পাঁচদিনের মাথায় গ্রেফতার করা হল বেহালা–কাণ্ডে মূল অভিযুক্ত ও তার সঙ্গীদের। বেহালার (Behala Arrest) ঘটনায় মূল অভিযুক্ত তথা বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বেহালার যুব সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে। একাধিকবার মোবাইল ফোন, সিম বদল করে পুলিশের চোখে ধুলো দিয়েও শেষমেশ ধরা পড়তেই হল। হাওড়ার  (Behala Arrest) জয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও ৬ জনকে। ধৃতদের মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

লেটেস্ট ভিডিও