একইসঙ্গে অভিষেকের আবেদন, 'বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে।' চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার তৃণমূল কর্মীর মৃত্যুর বদলা এভাবেই নিতে চাইছেন তৃণমূল সাংসদ।