ভাবুন, ছোট শহরের এক তরুণ বা তরুণী, যার চোখে স্বপ্ন মিডিয়া দুনিয়ায় নিজের নাম তৈরি করার। ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, গল্প বলবে নিজের ভাষায়। ঠিক সেই স্বপ্নটাকেই আরও বাস্তব করে দিতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এনে দিয়েছে সাশ্রয়ী ও আধুনিক মিডিয়া কোর্সের সুযোগ। মাত্র ১১,৯৫০ টাকা খরচে প্রথম সেমিস্টারেই পাওয়া যাবে এম.এ. ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের মত চাহিদাসম্পন্ন কোর্স, যার ফি-স্ট্রাকচার এতটাই সহজ যে স্বপ্ন আর বাস্তবের দূরত্বটা সত্যিই কমে আসে।
Last Updated: December 10, 2025, 20:00 IST


