বাঁকুড়ায় পুলকারে ধাক্কা বাসের। ঘটনায় জখম স্কুল ফেরত একাধিক পড়ুয়া। জানা গিয়েছে, বাঁকুড়া শহরের তামলিবাঁধ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। জখম পড়ুয়াদের উদ্ধার স্থানীয়দের। বাস ফেলে চম্পট চালক-খালাসির!