দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় বন বিড়াল ছানা ফিরল মায়ের কোলে! আবারও মা হারা বন বিড়াল ছানাকে মায়ের কোলে ফেরান সম্ভব হল হাওড়ায়। বন্যপ্রাণ রক্ষায় নজির বিহীন ঘটনা হাওড়ায়। মৃত্যুমুখ থেকে বনবিড়াল ছানাকে উদ্ধার করে গৃহবধূর হাতে সেবা সুশ্রুষার পর জঙ্গলে মায়ের কাছে ফিরল বন্যপ্রাণীটি। আমতা ভাতেঘড়ি গ্রামে একটি পাতকুয়ায় পড়ে জখম হয় বন বিড়াল ছানাটি।
Last Updated: Jul 23, 2025, 20:57 IST


