টাকা দিতে না পারায় যুবকের উপর চাপ। ৬০ হাজার টাকা ফেরত দিতে না আপরায় যুবকের উপর চাপ দেওয়া হয়। টাকা ফেরত দিতে কিডনি বেচতে চাপ। ৬০ হাজার টাকা ধার নেন অশোকনগরের যুবক। তিনি ১ লক্ষ ৬০ হাজার টাকা সুদ-ও দিয়েছেন। অভিযোগ, ৬০ হাজার টাকা ফেরত দিতে না পারায় যুবক ও তাঁর স্ত্রীর কিডনি বেচার ব্যবস্থা করা হয়। অবশেষে অশোকনগর থানায় অভিযোগ জানান যুবক। কিডনি পাচারের অভিযোগে ধৃত ১।
Last Updated: Mar 23, 2025, 18:54 IST


