South 24 Parganas News- জমিতে জমে জল, ক্ষতির সম্মুখীন ধান চাষীরা

Bangla Digital Desk | News18 Bangla | 12:30:26 PM IST Dec 10, 2021

#দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব না থাকলেও, নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে সাগরের ধান চাষীরা। বৃষ্টিতে জলে ডুবেছে বিঘার পর বিঘা ধানের জমি। সাগরের বিস্তীর্ণ এলাকার চাষের জমি এখন জলের তলায়। মাঠে পড়ে রয়েছে ধান, মাথায় হাত কৃষকদের। এর আগের প্রাকৃতিক বিপর্যয় ইয়াসের পর ঋণগ্রস্ত হয়ে আবারও চাষের কাজ শুরু করেছিলেন কৃষকরা। এবারও তারা সর্বস্বান্ত হলেন।

এখন কি করবেন তা কিছুই ভেবে পাচ্ছেন না। পূর্বের সরকারি সাহায্য সেভাবে মেলেনি এখনো। আবহাওয়া দফতরের  পূর্বাভাসে কিছু পরিমাণ ফসল ঘরে তোলা গেলেও, বেশিরভাগটাই নোনা জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে, বলে দাবি সাগর এলাকার কৃষকদের।

লেটেস্ট ভিডিও