South 24 Parganas: সর্বভারতীয় পরীক্ষায় বাংলার ছাত্রের অভাবনীয় কৃতিত্ব

Bangla Digital Desk | News18 Bangla | 12:43:58 PM IST Dec 17, 2021

দক্ষিণ ২৪ পরগনা: সর্বভারতীয় পরীক্ষায় আবার বাংলার মেধার জয়জয়কার। ইউপিএসসি - র ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিস পরীক্ষায় দেশের সেরাদের মধ্যে দ্বিতীয় হয়েছে এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার অর্ক মণ্ডল। বিষ্ণুপুর থানার আমতলার বাসিন্দা অর্ক মণ্ডল গত বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন। সরিষা রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক আশুতোষ কলেজের ছাত্র। তার প্রিয় বিষয় অঙ্ক। কিন্তু একাদশ-দ্বাদশে পড়ার সময় থেকে রাশিবিজ্ঞানই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। বাবা তারকনাথ মণ্ডল চিকিৎসক। মা কাকলিদেবী স্কুলশিক্ষিকা। এক দিদি কর্পোরেট ব্যাঙ্কে চাকরি করেন। স্নাতকোত্তর পড়তে পড়তেই গত বছর পরীক্ষা দিয়েছিলেন সফল হননি। কিন্তু এ বছর একেবারে দ্বিতীয় স্থানে। জানালেন,কোনও কোচিং সেন্টার নয়,নিজেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। তার এই সাফল্যে খুশি পরিবার থেকে স্থানীয় এলাকার বাসিন্দারা সকলেই।

লেটেস্ট ভিডিও