South 24 Parganas- সর্প দেবতা কে খুশি করতে ৫০ বছর ধরে হয়ে আসছে মেলা

Bangla Digital Desk | News18 Bangla | 02:25:43 PM IST Dec 03, 2021

#দক্ষিণ ২৪ পরগনা: পরপর আসা প্রাকৃতিক দুর্যোগের কারণে কাবু হয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ও উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ। পাশাপাশি করোনার থাবায় টান পড়েছিল জীবন-জীবিকা তেও। অবশেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সুন্দরবন বাসিরা। আর তাই ধুমধাম করেই পাথর প্রতিমার জনার্দনপুরের নাগমেলা উদযাপন করতে এখন ব্যস্ত বিস্তীর্ণ এলাকার মানুষজন।

সুন্দরবন এলাকায় প্রতিবছরই সাপের কামড়ে মৃত্যু হয় বহু মানুষের। তাই সর্প দেবতা কে খুশি করতে, ১৩৭৪ বঙ্গাব্দ থেকে হয়ে আসা এই মেলা। এ বছর ৫০ তম বর্ষে পদার্পণ করলো মেলাটি। মেলায় করোনা বিধি মেনে চলা বাধ্যতা মূলক করা হয়েছে। টানা তিন দিন ধরে চলবে এই নাগ মেলা। থাকছে কড়া পুলিশি নিরাপত্তা।

লেটেস্ট ভিডিও