জেলার বাছাই করা সেরা কিছু খবর একসঙ্গে

Bangla Digital Desk | News18 Bangla | 10:27:50 PM IST Oct 30, 2021

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় সব্জি ব্যাবসায়ীর মৃত্যু। মৃতার মাম অমলা দাস বাড়ী স্থানীয় জফুলি গ্রামে। ওই মহিলা মেছেদা বাজারে সবজি বিক্রি করে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিয়ে বাড়ী ফিরছিলেন সেই সময় হলদিয়া মেছেদা হাই রোডের বাস দ্রুত গতিতে ধাক্কা মারে। ঘটনা স্থলেই ওই মহিলার মৃত্যু ঘটে। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক। পলিশ বাসটিকে আটক করেছে।

লেটেস্ট ভিডিও