East Medinipur News- দিঘা সৈকতে ঘোড়া নিষিদ্ধ করল প্রশাসন, বিকল্প কাজের দাবি তুলল ঘোড়া ব্যবসায়ীরা।

Bangla Digital Desk | News18 Bangla | 03:14:56 PM IST Jan 21, 2022

#দিঘা:  ভ্রমণপিপাসু মানুষজনের অন্যতম ডেস্টিনেশন, সৈকত শহর দিঘা। আর সেই দিঘার অন্যতম অঙ্গ হল সী-বীচে ঘোড়দৌড়। কিন্তু এবার থেকে দিঘার সৈকতে আর দেখা যাবে না ঘোড়া। এমনটাই নির্দেশ জারি করা হয়েছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে। ঘোড়ার খুরের দাপটে নষ্ট হচ্ছে বালিয়াড়ি এবং বিষ্ঠায় বাড়ছে দূষণ। তাই এবার থেকে দিঘায় সম্পূর্ণ রূপে ঘোড়া ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিল দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

পাল্টা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ঘোড়া ব্যবসায়ীরা। বিকল্প কর্মসংস্থান খুঁজে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি তাদের।দিঘার সৈকতে প্রায় ৯০ টি পরিবারের মানুষ এই ঘোড়া কারবারের সঙ্গে যুক্ত। বংশানুক্রমে ব্যবসা করে আসছেন তারা। ঘোড়া ব্যবসা বন্ধ হয়ে গেলে কি করবেন, তা নিয়ে তারা চিন্তিত ।

লেটেস্ট ভিডিও