East Medinipur News- মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তমলুকে মৃত জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র

Bangla Digital Desk | News18 Bangla | 01:14:49 PM IST Dec 11, 2021

তমলুক: ছয় ডিসেম্বর সোমবার সকালে জম্বু কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তমলুকের নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েতের হরশংকর গ্রামের যুবক ৪২ নম্বর ব্যাটেলিয়ানের নন্দলাল রানার। বৃহস্পতিবার তাঁর কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছনোর সময়, জাতীয় পতাকা হাতে নিয়ে চোখের জলে শেষ বিদায় জানায় হরসংকর এলাকার মানুষ। সিআরপিএফ ক্যাম্প থেকে পাহাড়ের রাস্তা দিয়ে তল্লাশি চালানোর সময়, ৪২নম্বর ব্যাটেলিয়ান স্টাফের ৪ প্রতিনিধি একটি সিআরপিএফের জিপে করে পাহাড়ের রাস্তা দিয়ে উঠছিল।সেই সময়  দুর্ঘটনার কবলে পড়ে, পাহাড়ের রাস্তা থেকে খাদে পড়ে যায় সিআরপিএফের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ নম্বর ব্যাটেলিয়ান স্টাফের লাইনম্যানের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মৃত জওয়ান নন্দলাল রানার পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন পরিবারের সাথে দেখা করে, তাঁদের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি, তিনি নিজে ব্যক্তিগত আর্থিক সাহায্য করেন। তিনি জানান, পরিবারের কাছে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার।

লেটেস্ট ভিডিও