জম্বু কাশ্মীরের লেহ অভিযান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের।

Bangla Digital Desk | News18 Bangla | 01:28:44 PM IST Dec 07, 2021

জম্বু কাশ্মীরের লেহ অভিযান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু তমলুকের সিআরপিএফ জওয়ানের। জাওয়াদের কারণে জম্মু-কাশ্মীরে মেঘলা আকাশ। আর অন্যদিকে জম্মু-কাশ্মীরে লেহ চলছে তল্লাশি। সোমবার সকালে মাথায় মেঘলা আকাশ নিয়ে লাদ‍্যাখে সিআরপিএফ ক্যাম্প থেকে পাহাড়ের রাস্তা দিয়ে তল্লাশি চালানোর সময় ৪২ নম্বর ব্যাটেলিয়ান স্টাফের চার প্রতিনিধি একটি সিআরপিএফের জিভে করে করে পাহাড়ের রাস্তা দিয়ে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ের রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় সিআরপিএফের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ নম্বর ব্যাটেলিয়ান স্টাফের লাইনম্যান জাওয়ান ৩৬ বছরের নন্দ রানা। বাকি তিন সিআরপিএফ জওয়ান মৃত্যুর সাথে সাথে পাঞ্জা লড়ছে জম্মু-কাশ্মীরের সিআরপিএফ হসপিটালে। মৃত সিআরপিএফ জওয়ান নন্দলাল রানার বাড়ি তমলুক থানার নিলকুণ্ঠ‍্যা অঞ্চলে হরশংকর গ্রামে। মর্মান্তিক খবর শোনার পর গোটা গ্রাম শোকের ছায়া।

লেটেস্ট ভিডিও