নন্দকুমার: ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয়ী নরঘাটের ছেলে মহম্মদ শেখ আরেফুল। নরঘাটের প্রত্যন্ত গ্রাম গিরিরচকে বাড়ি আরেফুলের। আরেফুল একদিকে সাংবাদিক, কুইজ মাস্টার, অন্যদিকে সমাজকর্মী, পরিবেশ কর্মীও বটে। প্রায় পাঁচ-ছয় বছর ধরে সাংবাদিকতার পাশাপাশি সমাজকর্মী ও পরিবেশ কর্মী হয়ে কাজ করে চলেছে আরেফুল৷ সেই সুবাদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আরেফুলের নাম নথিভুক্ত হয়েছে। আরেফুল সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা এক স্বপ্নের ফেরিওয়ালা৷ নরঘাট কুইজ ফোরামের কর্ণধার ও সম্পাদক হিসেবে কর্মরত। সবুজ গড়া তার নেশা। আরেফুল ছোটোবেলা থেকেই অসহায় দরিদ্র মানুষের সঙ্গে ও পাশে থেকে কাটিয়েছে বেশ কয়েকটি বছর। ফোনে অসহায় মানুষের করুন কষ্টের খবর আসা মাত্রই, দিনরাত এক করে মানুষের পাশে থেকেছে আরেফুল৷ লকডাউন এবং বন্যা পরিস্থিতিতে আরেফুল ও তার বন্ধুরা মিলে নরঘাট ও বেশকিছু এলাকায় চাল, ডাল, সোয়াবিন, সাবান, মাস্ক, স্যানিটাইজার, বিস্কুট, ঔষধ ও শিশুদের বেবি ফুড তুলে দিয়েছে মানুষের হাতে৷ আরেফুল, ইন্ডিয়া বুক অব রেকর্ড সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছে।