East Bardhaman News- চায়ের দোকান খোলার দাবি চেম্বার অব ট্রেডার্সের সদস্যদের

Bangla Digital Desk | News18 Bangla | 05:57:20 PM IST Jan 15, 2022

#পূর্ব বর্ধমান- করোনা রুখতে জেলা জুড়ে সাতদিন চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশ মেনে জেলা জুড়ে বন্ধ থাকে সমস্ত চায়ের দোকান। চায়ের দোকান বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পরেন শহরের চা ব্যবসায়ীরা। রাজ্য প্রশাসনের করোনা বিধি মেনে চায়ের দোকান খোলার দাবিতে এদিন প্রশাসনের দারস্হ হলেন চেম্বার অব ট্রেডার্স।

লেটেস্ট ভিডিও