East Bardhaman News- শিশুকন্যার মৃত্যু ঘিরে মেচেদায় ধুন্ধুমার কান্ড, ভাঙচুর দোকানে। 

Bangla Digital Desk | News18 Bangla | 12:52:37 PM IST Jan 06, 2022

#মেচেদা: পাঁচ বছরের শিশু কন্যার মৃত্যু ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেচেদায় ধুন্ধুমার কান্ড। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় একটি মিষ্টির দোকানে। ৩১ ডিসেম্বর অন্যান্য শিশুর সঙ্গে খেলার সময় একটি মিষ্টির  দোকানের ফুটন্ত রসের কড়াইতে পড়ে যায় বছর পাঁচেকের অঙ্কিতা গোস্বামী। তৎক্ষণাৎ তাকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে পাঠানো হয়, পরে চিকিৎসার জন্য কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় কন্যা শিশু অঙ্কিতা গোস্বামীর। এদিন সকালে তার পরিবারের লোক ও উত্তেজিত জনতা ওই মিষ্টির দোকানে ভাঙচুর চালায়। উত্তেজিত জনতার দাবি, রাস্তার ওপর খোলা জায়গায় মিষ্টি তৈরি করার জন্যই এই দুর্ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কোন রকম মন্তব্য করেনি ঐ মিষ্টি দোকানের মালিক।

লেটেস্ট ভিডিও