East Bardhaman- বৃষ্টির জেরে ক্ষতি হল আলু ও সরষে চাষে

Bangla Digital Desk | News18 Bangla | 03:29:39 PM IST Dec 06, 2021

#পূর্ব বর্ধমান- একটানা বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়লেন শস্যভান্ডার পূর্ব বর্ধমানের কৃষকরা। নিম্মচাপের জেরে ব‍্যাপক ক্ষতি হল আলু এবং সরষে চাষে। পাশাপাশি, শীতের সবজি চাষ ও ক্ষতির মুখে। বহু জমিতে আলু গাছ বেশ কিছুটা বড় ও হয়ে গিয়েছে। এক টানা বৃষ্টিতে জল থৈ থৈ অবস্থা জমির। সকাল থেকেই মাঠে লক্ষ্য করা গেল কৃষকদের ব‍্যস্ততা। জমির জমা জল বের করার কাজ শুরু করেছেন তাঁরা।

লেটেস্ট ভিডিও