East Bardhaman News- শক্তিগড়ের জুট মিল পরিদর্শনে শ্রমমন্ত্রী

Bangla Digital Desk | News18 Bangla | 12:25:12 PM IST Dec 11, 2021

#পূর্ব বর্ধমান- পূর্ব বর্ধমান শক্তিগড়ের জুট মিল পরিদর্শনে এলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। ৩০ একর জমির উপর তৈরি শক্তিগড়ের জুট পার্ক। এখানে কাজ করেন তিন হাজার শ্রমিক। এইদিন শ্রমমন্ত্রী কথা বলেন শ্রমিক ও জুট মিলের মালিকের সঙ্গে। পাট সংকট মেটাতে, পাট চাষের চাষীদের উৎসাহ দিতে রাজ্য সরকার ও কৃষি দফতর প্রচার করছে বলে জানান তিনি। বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক সহ অন্যান্যরা।

লেটেস্ট ভিডিও